প্রশ্ন: ব্যবস্থাপনার সার্বজনীনতা ব্যাখ্যা কর।
অথবা,
ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সার্বজনীন বলতে বুঝায় যা সবার কাছে গ্রহণযোগ্য।
ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী পরিরকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ যে কোন প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য।
তাছাড়া ব্যবস্থাপনার যে নীতি ও তত্ত্ব রয়েছে তাও সর্বক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য।
পরিবার থেকে শুরু করে শিল্প কারখানা, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয় সর্বক্ষেত্রে ব্যবস্থাপনা অপরিহার্য।
প্রয়োগের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা গেলেও সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার কাজগুলো একই।
দলবদ্ধ যে কোন কাজের জন্য ব্যবস্থাপনা প্রয়োজন।
সব
সমাজেই ব্যবস্থাপনার কজের ধরণ ও প্রকৃতি একই রকম।
তাই
বলা
হয়,
ব্যবস্থাপনা সার্বজনীন।
Thq
ReplyDeletenice
ReplyDeletefantastic
ReplyDeletetns it helps me much😇
ReplyDeleteThinks
ReplyDeleteThanks
ReplyDeleteBest
ReplyDeleteTnq
ReplyDeleteThanks
ReplyDeleteThanks a lot😍
ReplyDeleteঅনার্সের জন্য শুধু এটুকুই লিখলে হবেনা তো তাই আরেকটু ডিটেইলস যদি বলতেন
ReplyDeleteখুব সুন্দর হয়ছে🥰🥰
ReplyDeleteHelpful 🙂
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete