Tuesday, October 25, 2016

ব্যবস্থাপনার সার্বজনীনতা ব্যাখ্যা।



প্রশ্ন: ব্যবস্থাপনার সার্বজনীনতা ব্যাখ্যা কর অথবা
ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয় কেনব্যাখ্যা কর
উত্তর: সার্বজনীন বলতে বুঝায় যা সবার কাছে গ্রহণযোগ্য ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী পরিরকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ যে কোন প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য তাছাড়া ব্যবস্থাপনার যে নীতি তত্ত্ব রয়েছে তাও সর্বক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য পরিবার থেকে শুরু করে শিল্প কারখানা, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল কলেজ বিশ^বিদ্যালয় সর্বক্ষেত্রে ব্যবস্থাপনা অপরিহার্য প্রয়োগের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা গেলেও সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার কাজগুলো একই দলবদ্ধ যে কোন কাজের জন্য ব্যবস্থাপনা প্রয়োজন সব সমাজেই ব্যবস্থাপনার কজের ধরণ প্রকৃতি একই রকম তাই বলা হয়, ব্যবস্থাপনা সার্বজনীন    

14 comments: