Monday, October 31, 2016

পরিকল্পনা অঙ্গন বলতে কী বুঝায়? - ব্যাখ্যা কর।



প্রশ্নঃ পরিকল্পনার আঙ্গিনা স্থাপন বলতে কী বুঝায়? - ব্যাখ্যা কর। বা,
পরিকল্পনা অঙ্গন বলতে কী বুঝায়? - ব্যাখ্যা কর। বা,
পরিকল্পনার পটভূমি বলতে কী বুঝায়? - ব্যাখ্যা কর।
উত্তরঃ পরিকল্পনা অঙ্গন বলতে সে অবস্থাকে বুঝায় যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হয়। পরিকল্পনা ভবিষ্যৎমুখি বিধায় তা কাজ শুরুর পূর্বেই অনুমান করে ঠিক করা হয়। এই অনুমান যতই সঠিক হয় পরিকল্পনা বাস্তবায়নও ততো সহজ হয়। পরিকল্পনার মাধ্যমে কোন কাজ কখন, কীভাবে, কোথায়, কার দ্বারা করা হবে তা নির্ধারণ করা হয়। পরিকল্পনা অঙ্গন বা পটভূমি নির্ণয় পরিকল্পনা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। সুতরাং বলা যায়, ভবিষ্যতে যে বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন হবে তা সঠিকভাবে পূর্বানুমান করাই হল পরিকল্পনা অঙ্গন।

No comments:

Post a Comment