Monday, November 7, 2016

প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক



প্রশ্নঃ প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক প্রদর্শন কর। অথবা,
প্রেষণা কীভাবে মনোবল বাড়াতে সহায়তা করে? - ব্যাখ্যা কর। অথবা,
কীভাবে উচ্চ মনোবল তৈরি হয়? - ব্যাখ্যা কর।

উত্তরঃ কর্মীদের কাজে উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। অন্যদিকে মনোবল হল মানুষের অভ্যন্তরীণ মানসিক অবস্থা। প্রেষণার মাধ্যমে উৎসাহিত করা হলে কাজের প্রতি কর্মীদের উৎসাহ বাড়ে ফলে ধীরে ধীরে তাদের মনোবল বৃদ্ধি পায়। উত্তম প্রেষণা যেমনি উন্নত কার্যসন্তুষ্টি ও উচ্চ মনোবল সৃষ্টি করে তেমনি প্রতিষ্ঠানে কর্মীদের উপযুক্ত প্রেষণা দিতে না পারার কারণে কার্যসন্তুষ্টি হ্রাস পায় ও মনোবল নিম্নমুখী হয়। তাই বলা যায়, প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রেষণা ছাড়া যেমনি উন্নত কার্যসন্তুষ্টি আসে না তেমনি কার্যসন্তুষ্টি না থাকলে মনোবলও উন্নত হতে পারে না।

No comments:

Post a Comment